স্থগিত হয়ে গেলো ভোট পরবর্তী হিংসা মামলার রায়

অনেক টানা পোড়েনের পর অবশেষে স্থগিত হলো মামলা। অবশেষে রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার রায়দান প্রক্রিয়া স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিল জাতীয় মানবাধিক কমিশন৷ এই ভিত্তিতে রাজ্যের জবাব তলব করা হয়৷ কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে রাজ্য৷ এর পরেই রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দিতে বলা হয়৷ এর পরই গতকাল মামলার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ মামলা স্থগিত রাখার কথা জানায়।

জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়েও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেনি৷ কিন্তু এদিন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে ২৬৮টি অভিযোগ দায়ের করেছে৷ তিনি আরও বলেন, রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এর জবাবে প্রধান বিচারপতি বলেন, শুরু থেকেই যদি আপনারা ব্যবস্থা নিতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *