বিরোধী দলের তরফেই এলো রায়

জয় হলো রাজ্যের বিরোধী দলের, মুখ পুড়ল রাজ্যের। হাইকোর্টের দ্বারস্থ হতেই মিলল মিছিলের অনুমতি। এবার তাদের পক্ষেই রায় দিয়ে দিল উচ্চ আদালত। বেশ কিছু শর্ত বেঁধে অনুমতি দিয়েছেন বিচারপতি। ফলে পদ্ম শিবিরের কর্মসূচিতে আর কোনও বাধা রইল না।

বারুইপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বিজেপির। সেই মতো সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাকি বিজেপি বিধায়করা। তবে বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর গাড়িতে তৃণমূলি হামলার অভিযোগ ওঠে।

এরপর জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত। আগামীকাল বারুইপুরে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি, জানিয়েছে হাইকোর্ট। তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ওই কর্মসূচিতে ১ হাজারের বেশি লোক রাখা যাবে না।