চলতি উপনির্বাচনেও জয়ের মুখ দেখতে চলছে তৃণমূল শিবির

একের পর এক বড় জয় লাভ করছে রাজ্যের শাসক শিবির৷ চার বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আজ৷ উপনির্বাচনে ৪-০ করার লক্ষ্য নিয়ে নেমেছিল শাসক দল৷ অন্যদিকে বিজেপি’র কাছে এই নির্বাচন ছিল জমি ধরে রাখার লড়াই৷ প্রথম রাউন্ডে গণনা শেষে গোসাবায় এগিয়ে গেলেন তৃণমূলপ্রার্থী সুব্রত মণ্ডল৷ ৯ হাজার ৩৬০ ভোটে এগিয়ে আছেন তিনি৷ প্রসঙ্গত, বিধানসভা ভোটেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তৃণমূল৷ 

এদিকে দিনহাটা উপনির্বাচনের দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। এই কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় রাউন্ডের শেষে ১৪ হাজার ৬৬৬ ভোটে এগিয়ে রয়েছন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। খড়দহ বিধানসভা কেন্দ্রেও ভালো অবস্থানে রাজ্যের শাসক দল৷ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷ এপিসি কলেজে চলছে ভোট গণনা। মোট ২২টি টেবিলে ১৬ রাউন্ড গণনা হবে খড়দহে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *