দলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই এবার এই হিংসার ঘটনা নিয়েই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন দলেরই প্রবীণ বিধায়ক।

ভোটে লাগাতার সন্ত্রাসের জেরে ফের একবার দলেরই বিরুদ্ধে মুখ খুললেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের ফলাফল ঘোষণার পর সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন বিধায়ক। এরপরই নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া হুঁশিয়ারি দিলেন এই বর্ষীয়ান তৃণমূল নেতা।

বিধায়ক আব্দুল করিম বলেন, ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল বিধানসভায় আনলে সমর্থনও করব না। নির্দলদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। এরা তো তৃণমূলেরই লোক ছিল। ভোটও হতে দেবে না, কিছুই করতে দেবে না!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *