জলপাইগুড়িতে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি স্নানের মেলা

জলপাইগুড়ির মোহিতনগরের গৌরীহাটে আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি স্নানের মেলা। এবার ৮২ তম বছরে পদার্পন করেছে গৌরীহাটের মেলা।প্রতি বছরের মতো এবারও আরো বেশি সংখ্যক বারুনী মেলা ও স্নানে অংশগ্রহণ করেছেন অনেক পুন্যার্থীরা।

গৌরীহাটের উত্তরবাহী করলা নদীর তীরে প্রাচীনকাল থেকেই বারুনী স্নান করতে আসেন বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা‌। এই জনসমাগমকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন করা হয়।এবার‌ও সাত দিনব্যাপী মেলার আয়োজন করেছেন স্থানীয় উদ্যোক্তারা। মূলত উত্তরমুখী করলা নদীতে স্নান করে পূণ্য অর্জনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে আসেন পূন্যার্থীরা।

 আজ থেকে শুরু হ‌ওয়া বারুনী‌ মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত। তবে বারুণী স্নান হবে মূলত‌ দুদিন ধরে। উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী বারুনী মেলা‌ বলা‌ হয়। গৌরীহাটের এই মেলাকে‌। সকাল‌ থেকেই স্নানে অংশগ্রহণ করেন অসংখ্য পুণ্যার্থীরা‌। নদীতে স্নানের‌ পর মন্দিরে পুজো দিয়ে চিরাচরিতভাবে দই চিরা খেয়ে‌ থাকেন‌ পুণ্যার্থীরা‌।