স্বাস্থ্যসেবা বিষয়ক সম্মেলন ‘Future of Medicine ২০২৩’-এর আয়োজন করেছে হ্যাপিয়েস্ট হেলথ। উল্লেখ্য, এটি হ্যাপিয়েস্ট হেলথের প্রথম বার্ষিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে হ্যাপিস্ট হেলথ এমন কিছু বিশেষজ্ঞ বক্তাদের একত্রিত করেছে যারা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে মেডিসিনের ভবিষ্যত গঠনকারী পাঁচটি মৌলিক স্তম্ভের উপর তাঁদের মতামত ব্যক্ত করেছেন।
এই পাঁচটি স্তম্ভ হল অন্ত্রের মাইক্রোবায়োম, প্রযুক্তি এবং বায়োইনফরমেটিক্স, স্টেম সেল গবেষণা, আয়ুর্বেদ এবং জেনেটিক্স। এছাড়াও মেডিসিন ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিয়েও তাঁরা আলোচনা করেছেন।
হ্যাপিয়েস্ট হেলথের প্রেসিডেন্ট ও সিইও অনিন্দ্য চৌধুরী বলেন, এই Future of Medicine বিষয়ক শীর্ষ সম্মেলনটি সুস্থ্য ভবিষ্যতের জন্য স্বাস্থ্যপরিষেবার ইকোসিস্টেমকে উন্নত করবে।