প্রকাশিত হলো পরীক্ষার ফল

চলতি বছর করোনা আবহে নজির গড়ছে একের পর এক পরীক্ষার ফল। সম্প্রতি প্রকাশিত হওয়া মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলও একশো শতাংশ। এবার প্রকাশিত হলো চলতি বছরের সিবিএসই-র দশম শ্রেণির ফল। এক্ষেত্রেও এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ২০ লাখ পড়ুয়ার ভাগ্য নির্ধারণ করে প্রকাশিত হয় সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। এ বছর পাশের হার ৯৯.০৪ শতাংশ, গত বছর যা ছিল ৯১.৪৬ শতাংশ। যা গতবারের তুলনায় ৮ শতাংশেরও বেশি। ২০২০ সালে সিবিএসই-র দশমে পাস করেছিল ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ত্রিবান্দ্রামের পড়ুয়াদের ফলই সবচেয়ে ভাল। সেখানকার মোট পরীক্ষার্থীদের ৯৯.৯৯ শতাংশই পাশ করেছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়ের কারণে এই বছর বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল। বিকল্প মূল্যায়ন নীতির ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হল৷ https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx- এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড বা রোল নম্বর অনলাইনে ডাউনলোড করতে হবে। অভিভাবকদের বিবরণ পূরণ করতে হবে এবং তারপরে রোল নম্বর মিলবে।

প্রার্থীদের অবশ্যই পরীক্ষা করে দেখে নিতে হবে যে তাদের মার্কশিটে কোন ভুল আছে কিনা। তাদের মার্কস চেক করতে হবে। আর যে বিষয়গুলো অবশ্যই নজরে রাখতে হবে তা হল…তাদের নামের বানান, ব্যক্তিগত বিবরণ সঠিক কি না, গণনা সঠিক কি না, পাস/ফেল স্ট্যাটাস, প্রি-বোর্ড, ইউনিট টেস্টের সাথে মার্কস মেলে কি না, সেটাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *