রাজ্যে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতা সংলগ্ন এলাকায় দুপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। নভেম্বর মাসের শুরু থেকেই ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও হালকা শীতের আমেজ থাকবে।
আগামী বেশ কিছুদিন হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা- এই চার জেলাতে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম। বৃষ্টির পর মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও নামতে পারে। তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে।কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।দার্জিলিং ও কালিম্পং-এর কিছু এলাকায় হালকা বৃষ্টি দু-এক পশলা হলেও হতে পারে।