কচিকাঁচাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোলো শিক্ষকেরা। জলপাইগুড়ি শহরতলির পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ বান্ধব প্যান্ডেলগুলিতে ঘুরে ঘুরে প্রতিমা দেখালো শিক্ষক শিক্ষিকারা।
জলপাইগুড়ি জেলায় বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পুজো পরিক্রমা আগে সেভাবে দেখা যায়নি। দুর্গাপুজোর চতুর্থীর দিন স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হবে। সেইদিনই বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে পুজো প্যান্ডেলে ঘুরে বেরালেন শিক্ষকেরা।
বিষয়টি নিয়ে পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরজিত চাকী বলেন, বিদ্যালয় সংলগ্ন দুটো পুজো মন্ডপ স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের নিয়ে প্রতিমা দর্শনে বেরিয়েছেন। পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ, তাই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধবের সাথে পরিচয় ঘটানোর জন্যই এই উদ্যোগ বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।