আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই এক মর্মান্তিক ঘটনায় চলে গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল মধুর। সেই ট্র্যাডিশন বহাল থেকেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জমানাতেও। 

শিনজো আবেই একমাত্র জাপানি প্রধানমন্ত্রী যিনি চারবার ভারত সফরে এসেছেন। শিনজো আবে হত্যাকাণ্ডের পর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর শনিবার ভারত রাষ্ট্রীয় শোকপালন করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি শোকপ্রকাশ করেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ৬৭ বছর বয়সী শিনজো আবের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর ছিল। এনডিএ সরকারের আগে মনমোহন সিং পরিচালিত ইউপিএ সরকারের সঙ্গেও শিনজো আবের সম্পর্ক ছিল মধুর।

শিনজো আবে সবচেয়ে দীর্ঘসময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম দফায় ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ফের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত। অসুস্থতার কারণেই ২০২১ সালে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে যান শিনজো। তবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবশ্য শিনজো অবসর নেননি।

শিনজো আবেই জাপানের একমাত্র প্রধানমন্ত্রী যিনি সবচেয়ে বেশিবার ভারত সফর করেছেন। ২০০৭, ২০১৪, ২০১৫ এবং ২০১৭ সালে চার -চারবার ভারত সফরে এসেছেন শিনজো আবে। ২০১৪ সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিনজো আবে। শিনজো আবেই জাপানের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতের দীর্ঘদিনের বন্ধু শিনজো ভারতে নানাভাবে সহায়তা করেছেন। এশিয়ায় ভারত যাতে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে এজন্য শিনজো আবের ভূমিকা মনমোহন জমানার পর মোদির আমলেও নয়াদিল্লি এবং টোকিওর ভিতর সম্পর্ক আরও মজবুত করেছে। বরাবরই চিনকে কোণঠাসা করতে ভারতের পাশে ছিলেন শিনজো।

শিনজো আবের প্রধানমন্ত্রিত্বের সময় ভারতে জাপানের বিনিয়োগও বাড়ে। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সেবছরের সেপ্টেম্বর মাসে জাপানে সফরে যান মোদি। এরপর ভারত এবং জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়। অ্যাক্ট ইস্ট পলিসি, বুলেট ট্রেন থেকে শুরু করে নৌসীমা সুরক্ষা, অসামরিক পরমাণু শক্তি চুক্তিতে সই করেছিলেন মোদি এবং শিনজো আবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *