মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বীরভূমের নলহাটি কৃষি সমবায় নির্বাচন নিয়েও উঠল একই অভিযোগ। বলা হচ্ছে তৃণমূলকে হারাতে একজোট হয়েছে বিজেপি-সিপিএম।
প্রসঙ্গত দীর্ঘ ২৫ বছর পর রাজ্যের এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হতে চলেছে। আগামী ১৩ই এপ্রিল এই সমবায়ের নির্বাচন রয়েছে। তার আগেই এই নির্বাচনে আসন-সামঝোতার অভিযোগ উঠল বিজেপি-সিপিএমের মধ্যে।
রাজ্যের নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি আসনের জন্য ৭টি মনোনয়ন জমা পড়েছে। তৃণমূলের দাবি তার মধ্যে ৫টি বিজেপি এবং ২টিতে মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থী। উল্লেখ্য এর আগে তেইশের পঞ্চায়েত নির্বাচনে একসাথে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট।