মিলছে না নির্যাতিতার বাবা মা এর দেওয়া বয়ান

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই পরিস্থিতিতে প্রমাণ লোপাটের দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকেরা৷ সেদিন যে প্রমাণ লোপাটের চেষ্টা চলেছিল, সেই প্রমাণ সামনে এসেছে৷

বদলে গিয়েছিল নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহের অবস্থান৷ এমনকী পাল্টে গিয়েছিল চাদরের রং৷ জুনিয়ার ডাক্তারদের বয়ান অনুযায়ী, প্রথম যখন তাঁরা ওই পড়ুয়া চিকিৎসকের দেহ দেখেছিলেন, তখন তাঁর দেহ পড়েছিল নীল রঙের ম্যাট্রেসের ওপর৷ শরীরে ছিল নীল রঙের চাদর।

ওই সেমিনার রুম বা অকুস্থলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেও দেখা যায় নির্যাতিতার শরীরের উপর নীল চাদর জড়ানো। অথচ মৃত চিকিৎসকের বাবা-মায়ের দেওয়া বয়ান অনুযায়ী, তাঁদের মেয়েক গায়ে ছিল সবুজ রং-এর চাদর।