চলতি বছর শেষের আগেই আরও বেশ কয়েকটি বন্দে ভারত পেতে চলেছে রাজ্য

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। রেল বিভাগ পশ্চিমবঙ্গে ছটি বন্দে ভারত রুট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ইতিমধ্যেই তিনটি রুটে পরিষেবা শুরু হয়ে গেছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি এবং হাওড়া-পুরি রুটে পরিষেবা দিচ্ছে বন্দে ভারত। খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে অন্য দুটি রুটে।

তবে জানা যাচ্ছে পুজোর আগেই চালু হয়ে যেতে পারে বাংলার ষষ্ঠ বন্দে ভারত রুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসাথে উদ্বোধন করতে চলেছেন ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এর মধ্যে দুটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। এগুলি হল পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।

চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, টাটানগর থেকে বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস রুটের কথা। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, রেলওয়ে পরিকল্পনা করছে নতুন একটি বন্দে ভারত জামশেদপুর ও রাঁচি থেকে বারাণসী পর্যন্ত চালানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *