দিন প্রতিদিন বেড়ে চলেছে বকেয়ার পরিমাণ, যা বাড়তে বাড়তে পাহাড় প্রমান হয়ে দাঁড়িয়েছে। যার জেরে নাজেহাল হয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল বিদ্যুতের বিল বকেয়া রাখার ক্ষেত্রে সব থেকে এগিয়ে রাজ্যেরই সরকারি দফতর।
রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে এক হাজার কোটি টাকার বেশি বিদ্যুতের টাকা বকেয়া রয়েছে নানা সরকারি দফতরের। এই অবস্থায় ‘বাকি’তে লাগাম দিতে এবার ভিন্ন পন্থা নেওয়ার কথা ভাবছে রাজ্য। এবারে প্রি-পেড সিস্টেম চালু করছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ছোট সরকারি অফিসে প্রি-পেড মিটার বসানোর নির্দেশ জারি করেছে অর্থ দফতর। রাজ্যের অর্থ দফতর তরফে গত ২৮ অক্টোবর এই মর্মে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। শীঘ্রই বিভিন্ন ছোট সরকারি অফিসে প্রি-পেড মিটার লাগানোর কাজ শুরু হয়ে যাবে। এই প্রি-পেড সিস্টেম হবে মোবাইল রিচার্জের মতো। বিদ্যুতের মিটার ‘রিচার্জ’ করাতে হবে।