আবারও প্রশ্নের মুখে রাজ্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের হাইকোর্ট প্রশ্নের মুখে রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা।

সেই ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে একাধিকবার রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। তবে এখনও সেই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

এই মামলার শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা আদালতে বলেন, যারা জামিনের আবেদনকারী তারা প্রায় সকলেই সিনিয়র সিটিজেন। পাল্টা কটাক্ষের সুরে ডিভিশন বেঞ্চ বলে, দুর্ভাগ্যক্রমে তারা সিনিয়র সিটিজেন আর যারা প্রতারিত তারা সকলেই যুবা। পাশাপাশি সকলেই সিবিআই- এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর।