কড়া নির্দেশিকা জারি করল রাজ্য

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। হাতে মাত্র গোনা কয়েকটা দিন।, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এই আবহে এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। পুজোর কয়েকটা দিন ছুটি বাতিলের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার! অক্টোবর মাস থেকেই উৎসবের মরসুম শুরু হয়ে যাচ্ছে। দুর্গাপুজোর পরেই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো, ছট। সেদিকে নজর রেখেই বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য।

শান্তিপূর্ণভাবে পুজো পরিচালনা করার জন্য এবার পুলিশের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর অবধি জরুরি পরিস্থিতি ছাড়া কোনও পুলিশ কর্মীকে ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।