আচমকাই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাজ্যপাল বোসকে। হার্টে ব্লকেজ রয়েছে বোসের। ইতিমধ্যেই তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছেন।
এদিন বোসকে দেখে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যপালের কিছুটা গুরুতর হওয়ার কারণে তাঁকে কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে।