রাজ্য সরকারের তরফে নতুন নিয়মের ঘোষণা রেশন ডিলারদের জন্য

রেশন ডিলারদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকার সব রেশন ডিলারকে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় এনে বিজ্ঞপ্তি জারি করেছে। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন কর্মসূচিতে অংশ নিতে হবে বলে খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে এই প্রকল্পে কাজ করা সম্ভব নয় বলে রেশন ডিলাররা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন। তাদের সমস্যা সমাধানে রাজ্য সরকার আগামী তেশরা নভেম্বর রেশন ডিলার সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। গ্রাহকদের দুয়ারে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার আগে কমিশন বৃদ্ধি, পরিবহণ খরচ দেওয়ার দাবি তুলেছিলেন রেশন ডিলাররা। সেই দাবি মেনে তাঁদের কমিশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।  রেশন গ্রাহকদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পণ্যবাহী গাড়ি কিনতে দামের ২০ শতাংশ সরকার ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতিধারা প্রকল্পের আওতায় ১ লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু হয়েছে বলে খাদ্যদফতর আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। প্রথম পর্যায়ে ১৫ শতাংশ রেশন ডিলার এই প্রকল্পের আওতায় আসবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। নভেম্বর থেকে রাজ্যের সব রেশন ডিলারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *