আবারও একাধিক প্রশ্নের মুখে পড়লো রাজ্য সরকার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনা অতিক্রান্ত হয়েছে একমাস। মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুনানিতে নির্যাতিতার মৃত্যুর সময় থেকে শুরু করে মৃত্যুর ঘটনা কখন নথিবদ্ধ করা হয়েছিল জানতে চায় আদালত।

একইসঙ্গে সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থল থেকে সন্দীপ ঘোষের (তৎকালীন অধ্যক্ষ) বাড়ির দূরত্ব নিয়েও প্রশ্ন করে আদালত। আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ২৭ বছরের দীর্ঘ কেরিয়ারে এমন মামলা তিনি দেখেননি। একইসঙ্গে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে কেন্দ্র। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, স্বরাষ্ট্র দফতরের সিনিয়র অফিসার সিআইএসএফের সিনিয়র অফিসার আলোচনা করে সম্পূর্ণ ব্যবস্থা করবেন। মামলায় ফের স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।