দার্জিলিং-মালদা-নিউটাউনে  তিনটি নতুন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিল রাজ্য সরকার

চলতি সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভায় তিনটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। দার্জিলিংয়ের নিউ চামটায় একটি রিসোর্ট স্থাপনের অনুমোদন দিয়েছে। ‘রাজ্য সরকার একটি রিসোর্ট স্থাপনের জন্য মে ফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্টস, বেঙ্গল প্রাইভেট লিমিটেডকে ১৯ একর জমি প্রদান করবে বলে জানিয়েছে। এর আগে শিল্প সম্পর্কিত স্থায়ী কমিটি লোটাস প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জমিটি মে ফেয়ারকে দেওয়া হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকের পরে বিস্তারিত ভাবে এই বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। চন্দ্রিমা ভট্টাচার্য আরও ঘোষণা করেছেন  ইথানল উৎপাদনের জন্য মালদহের গাজোলে ২৮.১৫ একর সরকারি জমি দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

রাজ্য সরকার চা পর্যটন এবং সহযোগী ব্যবসা নীতি ২০১৯-এর সাহায্যে পর্যটন প্রকল্প ও সহযোগী প্রকল্পগুলির উন্নতি সাধনের চেষ্টা করছে। দার্জিলিংয়ের নিউ চাম্টা বাগানে চা-পর্যটনের বিধি-নিষেধ মেনে হোটেল নির্মাণের জন্য একটি বেসরকারি সংস্থাকে ১৯ একর জমি দিয়েছিল সরকার। প্রশাসনিক বৈঠকের পর ঠিক হয় তার বদলে মে ফেয়ার সংস্থাকে সেই ১৯ একর জমি দেওয়া হবে। এছাড়াও ‘দার্জিলিং ইমপ্রুভমেন্ট ফান্ডের’ আওতাভুক্ত এলাকার কিছু জমিতে বাসিন্দাদের ভাড়াটিয়া গণ্য করে পাট্টা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

জেএসআর গ্রেইন এনার্জি প্রাইভেট লিমিটেডকে রাতুল এবং মহানগর মৌজায় শস্য-ভিত্তিক ডিস্টিলারি প্রকল্পের জন্য ৯৯ বছরের লিজে জমি দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে ইথানল তৈরি করা হবে। বর্তমানে ভারতে পেট্রোলিয়ামের বিকল্পের হিসেবে ইথানল-পেট্রোলিয়াম মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও কলকাতার উপকণ্ঠে নিউটাউনে ৫৮ একর জমি টাউনশিপ নির্মাণের জন্য জমির অনুমোদন পাস হয়েছে। সব মিলিয়ে তিনটি প্রকল্পের জন্য জমির বরাদ্দ ঘোষণা করল রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *