সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

অনুব্রত মণ্ডলের পর এবার আরও এক। অনুব্রত মণ্ডলের মতোই ইনিও একবার দুবার নয় একাধিকবার হাজিরা এড়িয়েছেন৷ লাগাতার ইডির তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এমন ইঙ্গিত ছিল। সেটাই হল।

মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কোথাও কোনও খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই এই লুক আউট নোটিস জারি।

জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া দেননি৷ এদিকে, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে সিডি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে আসে তদন্তকারী অফিসারদের।

সেই বিষয়ে মানিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। তারপর ১৫ অগাস্ট ফের তাঁকে সমন পাঠানো হয়৷ কিন্তু সেই সমন এড়িয়ে যান মানিক। তারপর থেকেই  খোঁজ নেই প্রাক্তন পর্ষদ সভাপতির। বন্ধ করে রেখেছেন মোবাইল ফোন।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ফ্ল্যাট। সুবীরেশ বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। কিন্তু, তার আগে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন তিনি। সেই সূত্রেই তাঁর ফ্ল্যাটে হানা দেয় সিবিআই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *