পড়তে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির মাঝেই আকাশ ছোঁয়া বাজারদর

একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা৷ অর্থনৈতিক সংকটে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা৷ বাজার দর অগ্নিমূল্য৷ আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি! আর এই আকাশ ছোঁয়া দামেই প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং সব্জি কিনে খেতে হচ্ছে সে দেশের মানুষকে।

আড়াই বছর আগের চেয়ে শ্রীলঙ্কার বর্তমান বাজার দর আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে দ্বীপরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় পণ্যের যা দাম ছিল, মাত্র আড়াই বছরে তা প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে৷ সব থেকে বেশি বেড়েছে ডালের দাম। আগে শ্রীলঙ্কার মুদ্রায় প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি, এখন তা বেড়ে হয়েছে ৬২০ রুপি৷

অর্থাৎ প্রায় ৪১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে শুধু ডালে দামেই৷ আগে আলুর দাম ছিল ২৪০ রুপি। এখন তা ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ রুপি। ব্যাপক হারে বেড়েছে নিত্যব্যবহার্য চিনির দামও। এক ধাক্কায় ১০০ রুপি থেকে বেড়ে ৩৪০ রুপি প্রতি কেজি। চালের দাম বেড়েছে ১৪৪ শতাংশ। ৯০ থেকে বেড়ে হয়েছে ২২০ রুপি।

এ ছাড়াও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মাছ, কাঁচালঙ্কা, নারকেল তেল, নারকেল-সহ একাধিক পণ্যের দাম। তবে এই পরিস্থিতির মধ্যে আগের তুলনায় দাম কমেছে লাল পেঁয়াজের। প্রসঙ্গত, অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কার মানুষ।

তা নিয়ে সে দেশের বাসিন্দাদের মধ্যে রোষের আগুন ধিক ধিক করে জ্বলছিল। সম্প্রতি তা বেড়ে দাবানলের আকার নিয়েছে। জনগণের বিক্ষোভের সামনে নতিস্বীকার করে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশ ছাড়ার পর ইমেল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *