চলতি মাসে রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বাড়ানো হচ্ছে বিধানসভার নিরাপত্তা

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কারণে ঘোষিত হয়েছিল চলতি মাসের শুরুতেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আর তার জন্য রাজ্য বিধানসভার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

সেখানকার স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের স্মার্টফোনের ব্যবহারের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিধানসভার স্ট্রং রুমকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতেও আনা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা সেরে রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বিধানসভায় কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা যাতে স্মার্টফোনে আসক্ত হয়ে দায়িত্বে গাফিলতি করতে না পারেন সেই কারণেই ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই জানান হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৮ জুলাই সারা দেশের সঙ্গে রাজ্যের বিধানসভাতেও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের অধিকার রয়েছে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলির বিধানসভার সদস্যদের৷ তবে রাজ্যসভার ২৪৫ সদস্যের মধ্যে মাত্র ২৩৩ জন সাংসদ ভোট দিতে পারেন।

তবে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভেঙে দেওয়ায় কাশ্মীর কোটার চারটি রাজ্যসভার আসনও খালি পড়ে রয়েছে৷ ফলে ভোট দেবেন রাজ্যসভার ২২৯ জন সাংসদ সদস্য৷ তবে ভোটাভুটিতে অংশ নেবেন লোকসভার ৫৪৩ জন সদস্যই৷ এছাড়াও সমস্ত রাজ্যের মোট ৪ হাজার ০৩৩ জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *