দ্বিতীয়বার কম্পন অনুভূত হলো সিরিয়াতে

উদ্বেগ বাড়িয়ে ভয়ঙ্করভাবে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। মৃতের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আবারও একবার কম্পন অনুভূত হল দেশে। সকালের মতোই তীব্র ঝাঁকুনি হয়েছে তুরস্কে, তবে দেশের অন্য এক প্রান্তে।

প্রথমে তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছিল। এবার হয়েছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্ত এবং প্রতিবেশী সিরিয়ারও কিছু কিছু এলাকা। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতাও খুব একটা কম ছিল না। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৫। আতঙ্ক এটাই যে প্রথম কম্পনের পর দ্বিতীয় কম্পনও তীব্র হয়েছে।

মারাত্মক কম্পনের পর এখন উদ্ধারকাজ চলছে। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নীচে মানুষ চাপা পড়ে আছে বলেই আশঙ্কা। সেই প্রেক্ষিতেই ভাবা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তুরস্ক এবং সিরিয়া মিলেয়ে ইতিমধ্যে ১ হাজার ৩০০-র বেশি মানুষ মারা গিয়েছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে তুরস্ক, প্রায় ৯০০ এবং সিরিয়াতে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৩০০। এছাড়া দুই দেশের হাসপাতালগুলিতে মৃতদেহ উপচে পড়ার পাশাপাশি বাড়ছে আহতের সংখ্যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *