স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল

কোচবিহার জেলায় ১২৮টি গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় দফার ওয়ার্কশপ অনুষ্ঠিত হল মঙ্গলবার।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা,জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন,জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার কর্মসূচি প্রসঙ্গে আব্দুল জলিল আহমেদ জানান এর আগেও নির্মল বাংলা বলে একটি প্রকল্প আরম্ভ হয়েছিল,এটি দ্বিতীয় ধাপ।বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন করা হচ্ছে জেলা পরিষদের পক্ষ থেকে। এই প্রকল্প যাতে সঠিকভাবে কার্যকর হয় সে বিষয়েই নজর রাখা হবে। প্রকল্পের কাজ যেন দ্রুত চালু করা যায় সেই বিষয় নিয়েই এইদিনের এই ওয়ার্কশপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *