বিচারপতি অভিজিতের এজলাসে মামলা আশায় খানিক স্বস্তিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে মামলাকারীদের কিন্তু কোনও সমাধান আর হচ্ছে না। এবার সেই মামলাই ঘুরে আসতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

আর এই খবর জানতে পেরেই আরও একবার আশায় বুক বেঁধেছেন ইসিএল পরিচালিত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। গোটা দেশে ইসিএল পরিচালিত স্কুলের সংখ্যা ১০৫টি। এরমধ্যে ৯৬টি রয়েছে এই পশ্চিমবঙ্গ। বাকি ন’টি ঝাড়খণ্ডে। সেই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, নিয়োগপত্রে তাঁদের বেতনবৃদ্ধির কথা উল্লেখ থাকলেও কিছুই হয়নি।

এই স্কুলগুলির বেতন কাঠামো হল— মাধ্যমিক বা ম্যাট্রিক পাশ শিক্ষক পাবেন ৫ হাজার টাকা, স্নাতক হলে পাবেন ৫৫০০ টাকা আর বিএড পাশ করা থাকলে সেই শিক্ষক বা শিক্ষিকা পাবেন মাসিক ৭ হাজার টাকা। তাঁদের দাবি, নিয়োগের সময়ে বেতনবৃদ্ধি, অবসরকালীন সুবিধার কথা বলা থাকলেও তা হচ্ছে না। আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *