মঙ্গলবার সকালে মাল ট্রেন লাইন চ্যুত হয়েছিলো নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার গৌহাটি থেকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করতে আসেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মহাপরিচালকের চেতন শ্রীবাস্তব। ডি আর এম আলিপুরদুয়ার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিক দের সঙ্গে মালগাড়ী লাইন চ্যুত হবার স্থান ঘুরে দেখেন।
পরিদর্শন স্থলে উপস্তিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার সাধারন মানুষের কাছে আবেদন করে বলেন, বেশকিছু রেল পথে নানান সামগ্রী পাওয়া যাচ্ছে,যেটা রেল চলাচলের পক্ষে খুবই বিপদজনক, সম্প্রতি এই ডিভিশনের সেবক রেল পথে রেল পথে আয়রন শিট দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
উক্ত ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে রেল নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা এক ব্যক্তিকে গ্রেফতার করে, জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায় আয়রন শিট কে টুকরো করার লক্ষেই সে রেল পথে রেখে ছিলো। সেই কারণেই আমরা আম জনতার কাছে আবেদন করে বলেন,রেল পথে কোনো সন্দেহজনক কিছু দেখলেই আর কিছু করতে না পারলে অন্তত ১৩৯ এই নম্বরে সরাসরি ফোন করে রেল এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করুন।