আগামী মাস থেকে বড়ো বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে

বড়সড় বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে৷ গ্রাহকদের জন্য বড় ঘোষণা৷ চেক সংক্রান্ত নিয়মাবলিতে বড়সড় বদল আনতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৫ লক্ষ বা তার বেশি পরিমাণের চেকের ক্ষেত্রে পেমেন্টের জন্য ‘পজিটিভ পে সিস্টেম’ বাধ্যতামূলক করা হচ্ছে।

১ অগাস্ট থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাবে৷ পজিটিভ পে সিস্টেম করা না হলে, চেকের টাকা আটকে যাবে। পাশাপাশি বলা হয়েছে, কোনও ব্যক্তির নামে চেক ইস্যু করার আগে সেই চেক সম্পর্কে ব্যাঙ্কের কাছে যাবতীয় তথ্য জানাতে হবে।

এতে ব্যাঙ্কের কাজে সুবিধা হবে। কোনও রকম ভেরিফিকেশন কল ছাড়াই ব্যাঙ্ক চেকে উল্লিখিত অ্যামাউন্ট উক্ত ব্যক্তিকে দিতে পারবে। মোটা অঙ্কের পরিমাণ হলেও কল ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না। ব্যাঙ্ক অফ বরোদার তরফে আরও বলা হয়েছে, ১ অগাস্ট থেকেই পজেটিভ পে সিস্টেম-এর নিয়ম প্রযোজ্য হবে।

সেক্ষেত্রে কোনও গ্রাহক চেক ডিটেইলস ভেরিফাই না করে থাকলে, ব্যাঙ্ক সেই চেককে মঞ্জুর করবে না। কিন্তু কেন এই পদক্ষেপ? ব্যাঙ্কের দাবি, চেক প্রতারণার হাত থেকে গ্রাহকদের রক্ষা করতেই এই পদক্ষেপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ মেনেই এই পদক্ষেপ৷  ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের চেকের তারিখ, প্রাপকের নাম, কত টাকা দেওয়া হবে, অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর ও ট্র্যানজেকশন কোড আগে থেকেই ব্যাঙ্ককে জানাতে হবে। 

পজিটিভ পে সিস্টেমে নির্দিষ্ট পরিমাণের (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র ক্ষেত্রে আপাতত ৫ লক্ষ) চেয়ে বেশি মূল্যের চেকের বিষয়ে আগে থেকেই ব্যাঙ্ককে সূচিত করতে হবে। BoB-র গ্রাহকরা এসএমএস, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্ককে চেক প্রদানের আপডেট জানাতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *