শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই পরীক্ষার প্রস্তুতিও তুঙ্গে। মাঝে বাকি আর কটা দিন তারপরেই শুরু হয়ে যাচ্ছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। বিগত কয়েক বছরে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাদপ্তর।
তাই প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শুরুর আগে এবার স্কুলগুলোতে পাঠানো হচ্ছে মেটাল ডিটেক্টর। তবে এবছর সেই ব্যবস্থায় পরিবর্তন আনছে শিক্ষা সংসদ।
জানা যাচ্ছে, এবার থেকে পরীক্ষার্থীদের দেহ তল্লাশীর কাজ আর পুলিশ করবে না। এবছর এই দায়িত্ব দেওয়া হচ্ছে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের। এক্ষেত্রে যে সমস্ত স্কুলে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হব, তাদের হাতে শিক্ষা সংসদের তরফ থেকে তুলে দেওয়া হবে এটি মেটাল ডিটেক্টর।