আজ প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রাসের ফলাফল

অবশেষে কুড়ি দিনের মাথায় প্রকাশিত হল এবারের রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল। কোভিড পরিস্থিতিতে প্রথম বড় পরীক্ষা ছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে হলে বসে পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গে জয়েন্ট বোর্ড। ৯৯.৫ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছেন বলে জানাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা। আগামী ১৩ তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানালেন চেয়ারম্যান। ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে – wbjeeb.nic.in। পারবেন। এ বছর জয়েন্ট পরীক্ষা দিতে চেয়েছিলেন ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৯৯.৫ শতাংশ ছাত্রছাত্রী অর্থাৎ ৬৪ হাজার ৮৫০ জন র‌্যাঙ্ক পেয়েছেন।

বোর্ডের তরফে সফল পরীক্ষার্থীদের কাউন্সেলিং পুস্তিকা ভাল করে পরে দেখার আবেদন জানানো হয়েছে। কাউন্সেলিংয়ের জন্য অন্তত একবার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। প্রথম হয়েছে রহড়া রামকৃষ্ণ মিশন স্কুলের পঞ্চজান্য দে। এদিন রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, পরিবহণ মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফল প্রকাশ করেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পর্ষদের প্রধান।

প্রথম হয়েছেন পাঞ্চজন্য দে। রহড়া রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

দ্বিতীয় হয়েছেন সৌম্যজিৎ দত্ত। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

তৃতীয় ব্রতীন মণ্ডল। শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

চতুর্থ অঙ্কিত মণ্ডল। এমসি কেজরীবাল বিদ্যাপীঠ, লিলুয়া, হাওড়া। আইএসসি পঞ্চম গৌরব দাস। নারায়ানা ই টেকনো স্কুল। সিবিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *