আবারো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডে পথ অবরোধ। তবে এবার কিন্তু পুরুষ নয় মহিলাদের পথ অবরোধ। তিন থেকে চার ঘণ্টা ধরে পথ অবরোধ চলছে। জানাযায় ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত রাস্তার কাজ চলছে। রাস্তায় ধুলো, প্রতিদিন জল দেয় না ঠিকাদার বলে অভিযোগ। রাস্তায় জল না দেওয়ার কারণে পথ অবরোধ বলে অভিযোগ। মহিলাদের বক্তব্য ঠিকাদার না আসলে আমরা পথ অবরোধ করেই যাব। এই রাস্তা দিয়েই ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে মানুষ রোগীদের নিয়ে যায়।
পথ অবরোধে সামিল ধুপগুড়ি শহরের এলাকাবাসীরা
