চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হল উদ্ধার করা চিতাবাঘ

আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে খাঁচা বন্দি হওয়া চিতাবাঘ উদ্ধার করে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দিল চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা। জানাযায় মথুরা চা বাগান এলাকায় প্রায়সময় চিতা বাঘটিকে দেখতে পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। এলাকার স্থানীয় মানুষ এবং চা বাগান শ্রমিকরা চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের অভিযোগ করলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা ওই এলাকায় চিতা বাঘটিকে ধরার জন্য খাঁচা পাতে।

এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে রাস্তায় নজরদারি চালায় কোন কর্মীরা।এদিন সাত সকালে মথুরা চা বাগানের এক নাম্বার সেকশনে বনদপ্তর এর পাতা ওই খাঁচায় খাঁচা বন্দী হয়  চিতাবাঘটি। খবরপেয়ে সেই চিতা বাঘটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। উদ্ধার হওয়া চিতা বাঘটির প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ থাকায় চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেয় চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা।

জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বানাধিকারীক প্রবীণ কাসোয়ান জানান আজ সকালে মথুরা চা বাগানে প্রায় ১২ বছর বয়সী একটি পুরুষ প্রাপ্তবয়স্ক চিতাবাঘ ধরা পড়ে। বাঘটিকে জলদাপাড়ার ভেটেরিনারী আধিকারিক দ্বারা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ থাকায় র‍্যাপিড রেসপন্স টিম এবং চিলাপাতা রেঞ্জের বন কর্মীরা চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেয়।