কাজ দিলো না অনুরোধ, অবশেষে টেট-উত্তীর্ণদের তুলে দিল পুলিশ

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে গত সোমবার থেকে সল্টলেকের করুণাময়ীতে আমরণ অনশনে বসেছিলেন ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ প্রশাসনের তরফে বারবার তাঁদের সতর্ক করা হচ্ছিল৷ অবস্থান থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকেও৷

সেই অনুরোধে কাজ না হলে অবশেষে বৃহস্পতিবার মধ্য রাতে তাঁদের ‘জোর করে’ অবস্থান থেকে তুলে দেয় পুলিশ। ধাপে ধাপে আটক করা হয় টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রার্থীদের। বাসে তুলে সেখান থেকে তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অসুস্থ হয়ে পড়া আন্দোলনকারীদের তোলা হয় অ্যাম্বুল্যান্সে৷ তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে আন্দোলনকারীদের সরাতে ঘটনাস্থলে আসে র‌্যাফ এবং পুলিশের বিশাল বাহিনী।

২০১৪ টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা পুলিশকে জানান, সকাল হলে তাঁরা করুণাময়ী ছেড়ে চলে যাবেন। কিন্তু পুলিশ তাঁদের কথা শোনেনি৷ রাতেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ করুণাময়ীর যে জায়গায় চার দিন ধরে অনশন বিক্ষোভ চালাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা, সেই চত্বর এখন শুনশান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা৷ করুণাময়ীতে পৌঁছে আন্দোলনকারীদের জোর করে তোলার চেষ্টা শুরু করে পুলিশ৷ সেই সময় ঘটনাস্থালে উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা-কর্মীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *