বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যখন ধুন্ধুমার সেই সময়ই কিছু জনের জন্য আশার আলো।
অভিযোগ উঠেছিল সুপারনিউমেরারি পদ তৈরি করে দুর্নীতি করেছিল মন্ত্রীসভা! প্রধান বিচারপতির এজলাসে মামলা উঠলে সেই নিয়ে হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিতেই নতুন করে নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে।
সুপ্রিম নির্দেশে আশার আলো দেখছে যোগ্য চাকরিপ্রার্থীরা। কিছু সময় আগের কথা এসএসসির মাধ্যমে অতিরিক্ত ৬ হাজার শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতির একাধিক মামলার মধ্যে এই নিয়ে নতুন করে শুরু হয় চাপানউতোর।