সরকারের তরফে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। নবান্নের মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি নিয়োগের প্রস্তাবে সবুজ সংকেত মিলেছে। নবান্নের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মোট ৬০টি নতুন পদে নিয়োগ করা হবে।

মূলত স্বরাষ্ট্র, নারী-শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে এই নিয়োগগুলি সম্পন্ন হবে। পাশাপাশি রাজ্যের পরিবহন নিগমের অধীনে মোট ৮৭৮ টি পদে নিয়োগ করবে মন্ত্রিসভা। আপাতত সরকারি বাস কন্ডাক্টরের ওই পদগুলিতে অস্থায়ী পদে নিয়োগ করবে সরকার। প্রসঙ্গত আগের বৈঠকগুলিতে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা।

এছাড়া দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। এই সমস্ত নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে আগেই অর্থ-দপ্তরকে পদ্ধতি সহজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।