লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে বাংলা ছাড়া বাইরের কোনও রাজ্যে নিজেদের আধিপত্য বিস্তারে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতেই মানুষের আরও কাছে পৌঁছতে নানাবিধ প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এবার সেই মতোই ভোটের আগে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
শিলংয়ে গিয়ে ভোটের ইস্তাহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মুকুল সাংমা, মেঘালয় তৃণমূলের সভাপতি চালর্স, মেঘালয় তৃণমূলের সহ-সভাপতি জর্জ লিংডো, চালর্স লিংডো, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও মেঘালয় তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। জানা গিয়েছে, ভোটে জিতলে মেঘালয়েও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়া মূলত ১০টি বিষয়কে সামনে রেখেছে তৃণমূল কংগ্রেস। যদিও এগুলিকে প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার বলছে ঘাসফুল শিবির। এই ইস্তেহার প্রকাশ করার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে স্পষ্ট বলেছেন, তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যে তারা নয়, মানুষ সরকার চালাবে। দিল্লি বা গুয়াহাটি থেকে মেঘালয় শাসন হবে না। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে ভোট।