বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক তথ্য সংগ্রহ করে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির।
এই সংস্থার সাথে যুক্ত একাধিক কর্মকর্তা ও বোর্ড অফ ডিরেক্টরসকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জেরা করে আদালতের নির্দেশে। ইডি জানায়, সাড়ে সাত কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ এর। ইতিমধ্যেই সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।
সেগুলির মধ্যে রয়েছে কালীঘাটের দুটি বাড়ি। এই দুটি বাড়ির একটি কিনেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই সংস্থার সম্পত্তির হাদিস পাওয়া গেছে দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকায়। সূত্রের খবর একটি জমি রয়েছে আমতলায়।