বাড়তে থাকা সংক্রমণকে ঠেকাতে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

গোটা বিশ্বে এখন নিজের শক্তি দেখাচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি। বিশ্বজুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে করোনার ওমিক্রন প্রজাতি। অন্যান্য দেশের মত ভারতেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আবার দৈনিক সংক্রমণ ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভার্চুয়াল এই বৈঠকে তিনি সকল মুখ্যমন্ত্রীদের মাইক্রো কনটেনমেন্টে জোর দিতে বলেছেন। একই সঙ্গে, সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

মাইক্রো কনটেনমেন্টের কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী ভ্যাকসিনের সাফল্যও ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। শুধু দেশ নয়, একাধিক দেশেও ভারত ভ্যাকসিন দিয়ে এই মহামারিকালে তাদের সাহায্য করেছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে খোঁজ নেন তিনি, আবার কেন্দ্রের তরফে রাজ্যগুলির জন্য যে ২৩ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে তারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে তাঁর আরও সংযোজন, অযথা আতঙ্কিত হওয়া চলবে না। সকলে কেন্দ্রের দেওয়া গাইডলাইন মেনে চলুন। ২ বছর এই লড়াইয়ে সকলে জিতছে, এইভাবেই আগামী দিনে জিতবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। ২৪ ঘণ্টার মধ্যে সংক্রমণের হার ১১ থেকে বেড়ে হয়েছে ১৩ শতাংশ। তবে আশার কথা হল, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও মৃত্যুর হার বাড়েনি। উল্টে দেখা যাচ্ছে গত দু’বারের তুলনায় এবার হাসপাতালে ভর্তির হারও তুলনামূলক ভাবে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *