‘ইমামি হেলদি অ্যান্ড টেস্টি’ ও ‘হিমানী বেস্ট চয়েস’ তেলের দাম কমেছে

‘ইমামি এগ্রোটেক লিমিটেড’ তাদের ভোজ্য তেলের দাম কমিয়েছে। ইমামি অ্যাগ্রোটেকের ‘ইমামি হেলদি অ্যান্ড টেস্টি’ ও ‘হিমানী বেস্ট চয়েস’ ব্র্যান্ডের সর্বাধিক বিক্রয়মূল্য ২০২২-এর জুলাই থেকে ১২ মাসের বেশি সময়কাল ধরে ৩৫% থেকে ৪০% কমিয়ে বিশ্বজুড়ে তেলের দাম হ্রাস পাওয়ার সুবিধা গ্রাহকদের দেওয়া হচ্ছে।

কোম্পানির ‘হেলদি অ্যান্ড টেস্টি’ ব্র্যান্ডের মাস্টার্ড, সয়াবিন, রাইস ব্র্যান ও সানফ্লাওয়ার অয়েল এবং সেইসঙ্গে ‘হিমানী বেস্ট চয়েস’- ব্র্যান্ডের সয়াবিন ও পামোলিন তেলের জনপ্রিয় ১ লিটার পাউচের কনজিউমার প্যাকের এমআরপি’তে নিম্নমুখী পরিবর্তন এসেছে। প্রসঙ্গত, ২০২১-২২ সালে ভোজ্য তেলের আন্তর্জাতিক ও দেশীয় বাজারের মূল্য উর্দ্ধমুখী হয়ে উঠেছিল, যার কারণ ছিল একাধিক ‘জিও-পলিটিক্যাল ফ্যাক্টর’ যেমন অত্যাধিক ‘ইনপুট অ্যান্ড লজিস্টিক্স কস্ট’-সহ তেল রপ্তানির উপর ইন্দোনেশীয় বিধিনিষেধ, ইউক্রেনে যুদ্ধের কারণে সরবরাহে ব্যাঘাত ইত্যাদি।

এরপর, ২০২২ সালের জুনের মাঝামাঝি থেকে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম নামতে আরম্ভ করেছে। এর পরিপ্রেক্ষিতে, ভারত সরকার একটানা আমদানি শুল্ক হ্রাসের পদক্ষেপ গ্রহণ করেছে এবং তা ৪০ শতাংশের বেশি থেকে নেমে বর্তমানে ৫.৫% হয়েছে। সেইসঙ্গে, ভোজ্য তেলের গ্রাহকমূল্য নিয়ন্ত্রণের জন্য স্টক কন্ট্রোল ইত্যাদি-সহ আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *