বৃদ্ধি পেলো হলুদ ধাতুর দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী এমসিএক্স এক্সচেঞ্জে, ৫ জুন, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনার দর ০.১৭ শতাংশ বা ১০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৫৩ টাকায় লেনদেন হয়েছে।

এছাড়াও, সোনার পাশাপাশি রুপোর দামেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ৫ জুলাই, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম, সোমবার বিকেলে ০.৩৫ শতাংশ বা ২৫২ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭১,৪৮১ টাকায় ট্রেড হতে দেখা গিয়েছে।

এর পাশাপাশি কোমেক্সে সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ০.১৭ শতাংশ বা ৩.৩০ ডলার বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৯৬৬.৪০ ডলারে ট্রেড করেছে। অপরদিকে, সোনার বিশ্বব্যাপী স্পট মূল্য ০.০৯ শতাংশ বা ১.৭৫ ডলার বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৯৪৮.২১ ডলারে ট্রেড করেছে বলে জানা গিয়েছে। এদিকে, সোমবার দুপুরে কোমেক্সে রূপোর বিশ্বব্যাপী স্পট মূল্য ০.৫৬ শতাংশ বা.আউন্স প্রতি ০.১৩ ডলার বেড়ে ২৩.৪৯ ডলারে ট্রেড করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *