দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালোরকম রয়েছে ইলিশ মাছের যোগান।
বৃষ্টির জল পেতেই দাম আকাশছোঁয়া হলেও জালে একসাথে এত বেশি মাছ ধরা পড়ায় বেজায় খুশি মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের দাবি, বেশি বৃষ্টি হলে জালে আরও বেশি ইলিশ উঠবে। অন্যদিকে ব্যান পিরিয়ড উঠে যাওয়ার দেড় মাস পর আবার ভাল পরিমাণ ইলিশের দেখা মিলেছে দিঘায়।
মরশুমের শুরুর দিকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল ইলিশ। শেষ পর্যন্ত নিলামে ওই ইলিশ মাছের দাম উঠেছে কেজি প্রতি আড়াই হাজার টাকা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কেন্দ্রীয় বাজেটে সামুদ্রিক মাছের উপর পাঁচ শতাংশ কর ছাড় ঘোষণা করেছেন। এবার বাজারে ইলিশ কিনতে গিয়ে আর নিরাশ হয়ে ফিরে আসতে হবে না।