আবার নতুন করে বাড়তে পারে জিনিসপত্রের দাম

দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বাড়ছে চিন্তা৷ ভারতীয় অর্থনীতির জন্য এক কঠিন সময় আসতে চলেছে৷ সম্প্রতি এমন আশঙ্কার কথাই প্রকাশ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন। এবার খানিক সেই সুরেই ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে দিল মার্কিন আর্থিক বহুজাতিক সংস্থা জেপি মর্গ্যান।

তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালের মাঝামাঝি সময় থেকেই ভারতের অর্থনীতির গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। সই সময় আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধির গতিও ধীর হবে৷ তার প্রভাব পড়বে ভারতের উপরেও। বাড়তে পারে জিনিসপত্রের দাম৷

দিন কয়েক আগে আরবিআই গভর্নর জানিয়েছিলেন, গত দুই বছরে কোভিড সংক্রমণের জেরে বৃদ্ধির হার যেভাবে ধাক্কা খেয়েছে এবং তা পূরণ করার জন্য যে মাত্রার আর্থিক সংস্কারের প্রয়োজন ছিল, তা কেন্দ্রের পক্ষে করা সম্ভব হয়নি। বিশেষ করে অতিমারি পর্বে সমাজের নিম্নবিত্ত, প্রান্তিক মানুষদের আর্থিক অবস্থা ধসে পড়েছিল৷ সেই অবস্থা থেকে তাদের টেনে তোলার জন্য যে-যে পদক্ষেপ করার দরকার ছিল, তাও করা যায়নি। যার প্রভাব পড়বে আগামী বছরের অর্থনৈতিক বৃদ্ধির উপরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *