দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম৷ তাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়েছে মধ্যবিত্ত সমাজ৷ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল৷ যেখানে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বা লিকুইফায়েড পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) উপর ৫% কর আরোপ করে৷ অন্যদিক, রাজ্যগুলি রান্নার গ্যাসের উপর ৫৫% কর বসায়।
পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নিজেদের মতো করে পরোক্ষ কর আদায় করে থাকে। কিন্তু এলপিজির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এলপিজি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি-র আওতার মধ্যে পড়ে৷ সমগ্র দেশে এলপিজি সিলিন্ডারের উপর মোট ৫% জিএসটি ধার্য করা হয়েছে।
এর মধ্য ২.৫% কেন্দ্রীয় সরকার এবং ২.৫% রাজ্য সরকার জিএসটি নেয়৷ এক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এলপিজি সিলিন্ডারের উপর পৃথক ভাবে কর আরোপ করে না। তবে জিএসটি বাড়লে কিন্তু এলপিজি-র দামও বেড়ে যাবে৷ বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি এলপিসি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা৷ মোট জিএসটির পরিমাণ ২০৩.২২ টাকা৷ সেই হিসাবে সিলিন্ডার পিছু কেন্দ্র ও রাজ্য প্রায় ১০১ টাকা করে আয় করে৷ বছরে পরিবার পিছু ১২ টি ভর্তুকিযুক্ত এলপিজি বরাদ্দ রয়েছে৷ এর পর সিলিন্ডার নিলে বাজার দরেই কিনতে হয়৷