দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আরও বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফে কলকাতায় দাম বাড়ল ১০৩ টাকা ৫০ পয়সা। তবে এই দাম বৃদ্ধি শুধু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই।
কলকাতায় প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৪৩ টাকা। এর আগে বেশ কয়েক দফায় বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হয়েছিল। কিন্তু উৎসবের মরশুমে গত ১ অক্টোবর এক ধাক্কায় সিলিন্ডার পিছু গ্যাসের দাম ২০৯ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর নভেম্বর মাসেও ১০০ টাকার বেশি দাম বাড়ল।
দু’মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ৩১০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ১৮৩৩ টাকা, মুম্বইয়ে ১৭৮৫ টাকা ৫০ পয়সা, চেন্নাইয়ে ১৯৯৯ টাকা ৫০ পয়সা। হোটেল, রেস্তরাঁয় রান্নার জন্য বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। এই দাম বৃদ্ধির জেরে খাবারের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।