চাপ বাড়ছে রাজ্যের ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত বছর মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সেই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এরই মধ্যে নয়া মামলা হাইকোর্টে। ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার।

প্রায় ৯ মাস কেটে গেলেও আদালতের নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ। এবার সেই নিয়েই নতুন করে আদালত অবমাননার মামলা দায়ের হল। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় ক্ষুব্ধ হাইকোর্ট। রাজ্যের অনিচ্ছা ও উদাসীনতায় ক্ষোভ উগরে দেয় উচ্চ আদালত।