বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।
সম্প্রতি কয়লা পাচার মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক ও রুজিরাকে তলব করেছিল দিল্লিতে। ইডি তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চে অভিষেক মামলা ওঠে।
অভিষেক ও রুজিরার হয়ে সওয়াল করেন কপিল সিবাল, অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ। যদিও সবদিক বিবেচনা করে অভিষেকের আর্জি খারিজ করে দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৩ সেপ্টেম্বর রায় ঘোষণা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।