বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের অস্বস্তিতে ‘বীরভূমের বাঘ’! গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
বর্তমানে বাংলা পেরিয়ে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড় জেল। সেখানেই স্বপরিবারের রয়েছেন কেষ্ট। বারংবার জামিনের আর্জি জানিয়েও হচ্ছেনা সুরাহা। এরই মধ্যে সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির শুনানি ফের পিছিয়ে গেল।
সূত্রের খবর, এদিন ইডি-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু-র শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। আগামী ৫ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ।