মশাবাহিত রোগ থেকে বাঁচার পূর্ব পরিকল্পনা রাজ্য সরকারের তরফে

চলতি বছর রাজ্যে বিরাম নেই অতিভারী বৃষ্টি থেকে। জলমগ্ন রাজ্যের বহু জায়গা। এই জল জমার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি তৈরী হতে পারে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বাস্থ্য দফতর বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জেলা গুলিকে বেশকিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন জেলা থেকে ডেঙ্গু রোগীর খোঁজ মিলছে তা নিয়মিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগাম পরিকল্পনা তৈরি রাখা হবে। এছাড়াও জমা জলে মশার বংশ বৃদ্ধি আটকাতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড উপসর্গের সঙ্গে ডেঙ্গুর উপসর্গের ফারাক করে যথাযথ চিকিৎসা করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া জ্বর নিয়ে সাধারণ মানুষের মধ্যে লাগাতার সচেতনতা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

এদিকে এক টানা বৃষ্টিতে শহরের জমা জল দ্রুত বের করে দেওয়ার জন্য রাজ্য সরকার বিভিন্ন নিকাশি খালগুলি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কলকাতা এবং শহরতলীর সাতাশটি এই ধরনের খালকে দ্রুত সংস্কার করার কথা উল্লেখ করে সেচ দফতরে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *