লালন শেখের মৃত্যুতে সিবিআই-এর বিরুদ্ধে খুনের মামলা পুলিশের

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু৷ রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে রহস্যমৃত্যু হয় লালনের৷ ভাদু শেখ খুনে গ্রেফতার করা হয়েছিল লালনকে৷ লালন শেখের ‘অস্বাভাবিক মৃত্যু’কে কেন্দ্র করে তুলকালাম রাজ্য রাজনীতি৷

এই ইস্যুকে হাতিয়ার করে সিবিআইয়ের সঙ্গে সম্মুখসমরে নামার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। লালন শেখের দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যুতে খুনের মামলা রুজু করল বীরভূম জেলা পুলিশ৷ সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন লালন শেখের আত্মীয়-স্বজনরা। এদিকে রামপুরহাট মেডিক্যাল কলেজে লালন শেখের দেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য।

রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের শৌচাগার থেকে উদ্ধার করা হয় লালন শেখের ঝুলন্ত দেহ৷ কিছুক্ষণ পর ঘটনার ছবি প্রকাশ করে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লালন৷ কিন্তু তাঁর পরিবারের দাবি, লালনকে খুন করা হয়েছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *