জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করল পুলিশ

উদ্ধার একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল।জাল বার্থ সার্টিফিকেট দিয়ে ধূপগুড়ি পুরসভাতে মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট আবেদন করেছিলেন এক ব্যক্তি।পুরসভা নথি যাচাই করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালের নথি দিয়ে পুরসভাতে আবেদনের নথিপত্র জাল।বিষয়টি পুরসভা আবেদনকারীকে জানালে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আবেদনকারী। এরপরই জাল বার্থ সার্টিফিকেট তৈরির পর্দা ফাঁস করল ধূপগুড়ি থানার পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করল পুলিশ।পুরসভা সূত্রে জানা গিয়েছে তিনদিন আগে এক ব্যক্তি তার মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট বের পুরসভাতে এসেছিলেন।

সেই সময়ে তারা একটি কাগজ জেরক্স দেন।এরপর নথি যাচাই করতে গিয়ে দেখা যায় কাগজে যে সিল মারা হয়েছিল সেটি নকল এমনকি সার্টিফিকেটেও নকল।বিষয়টি তৎক্ষণাৎ পরিবারের সদস্যকে জানিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়।ধূপগুড়ি থানার পুলিশের কাছে জাল বার্থ সার্টিফিকেটের বিষয়ে অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।গোপন খবরের ভিত্তিতে ধূপগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের চাকলা পাড়াতে অভিযান চালিয়ে একজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাকি আর দুইজনের হদিশ পায় পুলিশ।এরপর ওই দুইজন কেউ আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। জাল সার্টিফিকেট তৈরি কান্ডে আটক তিনজনকে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালো পুলিশ।জাল নথি এবং শংসাপত্র তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছিল ধূপগুড়ি থানার পুলিশ। তাদের থেকে উদ্ধার একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে পুলিশ এরপর তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিনজনকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে  পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি এই চক্রে আরো কারা জড়িত রয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।